মায়ের পাশে চির নিদ্রায় শায়িত জর্জ ফ্লয়েড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩০, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মায়ের পাশে চির নিদ্রায় শায়িত জর্জ ফ্লয়েড

ADMIN, USA
প্রকাশিত জুন ১০, ২০২০
মায়ের পাশে চির নিদ্রায় শায়িত জর্জ ফ্লয়েড

নিউইয়র্ক : গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার কত়ক নির্যাতিত হয়ে মৃত্যুবরনকারী কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিক সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের শেষ কৃত্য অনুষ্ঠিত হলো হিয়েস্টন শহরে। স্থানীয় গির্জায় ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে স্মরণ সভা। এতে যোগ দেন হাজার হাজার শোকার্ত মানুষ। করোনাভাইরাসের সাবধানতাকে উপেক্ষা করে যোগ দেন বর্নবাদের বৈষম্যের সর্বশেষ  শিকার ৪৬ বছরের জর্জ ফ্লয়েডের শেষ বিদায়ের অনুষ্ঠানে। তার নিজ শহরের মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। অশ্রুসিক্ত ব্যথাতুর হৃদয়ের ভালোবাসায় ফুলে ফুলে স্তুপ হয়ে যায় তার কপিন। ইতিমধ্যে ডেমোক্রেটিক পাটির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী জো বাইডেন জর্জ ফ্লয়েডের পরিবারের সাথে সাক্ষাত করে তার সহমর্মিতা জানিয়েছেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বর্নবাদ বিরোধী মিছিল সমাবেশ যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। চিরতরে বর্নবাদ নিপাত যাক এই শ্লোগানে চলছে এই প্রতিকী মিছিল সমাবেশ। আন্দোলনের প্রতিক হয়ে উঠেছেন জর্জ ফ্লয়েড। একটি মৃত্যু সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মেসোসেটো স্টেট গভর্নর তার পুলিশ বাহিনীর আমল পরিবর্তনের ঘোষণা করেছেন। বলতে গেলে ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে পুলিশ বিভাগে একটি পরিবর্তন ইঙ্গিত লক্ষ করা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।