বিঞ্জানী নিনা আহমদ পেনসেলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদে প্রাইমারী নির্বাচনে জয় লাভ করেন

Daily Ajker Sylhet

১১ জুন ২০২০, ০৩:৫২ পূর্বাহ্ণ


বিঞ্জানী নিনা আহমদ পেনসেলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদে প্রাইমারী নির্বাচনে জয় লাভ করেন

বিঞ্জানী নিনা আহমদ পেনসেলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদে প্রাইমারী পদে জয় লাভ করেন৷ তাহার নিকটতম প্রতিনিধির চেয়ে ৪০ হাজারের মত বেশী ভোটে জয়ী হন ৷ পেনসেলভেনিয়ার ২৪৪ বছরে ইতিহাসে একজন এশিয়ান/কালো/ মুসলিম মহিলা হিসাবে বিজয় ৷ এই পদ সব সময় সাদা লোকেদের দখলে ছিল ৷বিঞ্জানী নিনা আহমদ ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র ও প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান বিষয়ক উপদেষ্টা ছিলেন ৷ গত বছর লেফটেনেন্ট গভর্ণর পদে রান করেছিলেন ৷বাংলাদেশী আমেরিকানদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ৷

হাসান আলী ,প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।