২৩শে জুন নিউইয়র্ক স্টেট এসেম্বলীওমেন পদে মেরী জোবাইদাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:৫৫, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২৩শে জুন নিউইয়র্ক স্টেট এসেম্বলীওমেন পদে মেরী জোবাইদাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান

ADMIN, USA
প্রকাশিত জুন ১২, ২০২০
২৩শে জুন নিউইয়র্ক স্টেট এসেম্বলীওমেন পদে মেরী জোবাইদাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান

আগামী ২৩শে জুন মঙ্গলবার নিউইয়র্ক স্টেটে প্রাইমারী নির্বাচন অনুষ্টিত হবে ৷এই নির্বাচনে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর,এসেম্বলীম্যান/ওমেন, ডিষ্ট্রিক লিডার সহ আরও অনেক ৷ নিউইয়র্ক সিটির জন্য এই প্রাইমারী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারন নিউইয়র্ক সিটির মেজরিটি ডেমোক্রেট, তাই এই প্রাইমারীতে জয়যুক্ত হলে নবেম্বরের জেনারেল ইলেকশনে পাশ কর অনেকটা নিশ্চিত ৷মেরি জোবাইদা এসেম্বলী ডিষ্ট্রিক ৩৭ থেকে প্রার্থী হয়েছেন , এলাকাটি হল এষ্টোরিয়া, সানিসাইট, মেসপেথ সহ আরও ৷ তাহার নির্বাচনী এলাকার বাংলাদেশী আমেরিকান সন্মানিত ভোটারগণ তাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বিনীত অনুরোধ জানাচ্ছি ৷এছাড়াও আমাদের আত্মীয় স্বজন যারা তাহার নির্বাচনী এলাকায় থাকেন তাদের আমরা টেলিফোন করে মেরী জোবাইদাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অনুরোধ করব ৷ইলেকশনের পূর্ব পর্যন্ত বাংলাদেশী আমেরিকানগণ মেরী জোবাইদার জন্য ভলেনটিয়ার হয়ে ফোন ব্যাংকিং ও সাবওয়ে স্টেশনে ফ্লায়ার বিতন, দোকানে দোকানে পোষ্টার লাগিয়ে সাহায্য করতে পারি ৷ ১৩ জুন থেকে আর্লি ভোট আরম্ভ হবে,ইন্টারনেট থেকে আপনার এলাকার আর্লি ভোট সেন্টারের ঠিকানা সংগ্রহ করে ভোট দিতে পারেন ৷ ২৩ জুন ভোটের দিন ভোট সেন্টার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকিবে ৷আল্লাহ আমাদের সহায় হউন ৷

হাসান আলী,প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স ৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।