আমবাজার পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৫, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আমবাজার পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

ADMIN, USA
প্রকাশিত জুন ১৩, ২০২০
আমবাজার পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

সাপাহার (নওগাঁ) :
বৈশ্বিক করোনা মোকাবেলা ও আম বাজারের সার্বিক মনিটরিং এবং নিরাপত্তা নিশ্চিত করণে নওগাঁর সাপাহারে পুলিশ কন্ট্রোল রুম খোলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে আমবাজার এলাকায় নওগাঁ জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আবদুল মান্নান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন।
এসমসয় সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, আমবাজার সমিতির সভাপতি শ্রী কার্তিক শাহা সহ সকল আমব্যাবসায়ীগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থি ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাজশাহী ও চাঁপাই নবাব গঞ্জের সমান শুধু নওগাঁতে আম উৎপন্ন হবে এবং এই জেলায় সর্বোচ্চ ৩লক্ষ মে:টন আম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। সে হিসেবে আমরা নওগাঁবাসী নওগাঁকে আমের রাজধানী না বললেও নওগাঁ জেলাকে আমের বাণিজ্যিক রাজধানী বলতে পারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।