নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারির দু’প্রার্থীকে বিএসিসির এনডোর্সমেন্ট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৩, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারির দু’প্রার্থীকে বিএসিসির এনডোর্সমেন্ট

ADMIN, USA
প্রকাশিত জুন ১৩, ২০২০
নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারির দু’প্রার্থীকে বিএসিসির এনডোর্সমেন্ট

নিউইয়র্ক :  নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচনে ব্রঙ্কসের দুই প্রার্থীকে এনডোর্সমেন্ট করেছে বাংলাদেশি আমেরিকান কমুউনিটি কাউন্সিল – বিএসিসি। ব্রঙ্কসের সেন্ট লরেন্সে ১২ জুন বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। দুই প্রার্থী হলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান পদপ্রার্থী কেন বার্গোস এবং জর্জ প্রার্থী আলভেরেজ।
অনুষ্ঠানে প্রার্থীরা ছাড়াও বক্তব্য রাখেন বিএনসিসির প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সেক্রেটারি নজরুল হক, জালাল চৌধুরী, ওয়াসিফ চৌধুরী, ফয়সাল আহমেদ, সালেহ, ওয়ানডা নেগরন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন টাইম টিভি ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের, ইউএসএ নিউজ অনলাইন ও জনতার কন্ঠের সম্পাদক সাখাওয়াত সেলিম, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদসহ সেন্ট লরেন্স মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।