রবার্ট ক্লাইভ ছিলেন দুর্ধর্ষ লুটেরা, হোয়াইট হলে তার মূর্তির কোনও জায়গা নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৭, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রবার্ট ক্লাইভ ছিলেন দুর্ধর্ষ লুটেরা, হোয়াইট হলে তার মূর্তির কোনও জায়গা নেই

ADMIN, USA
প্রকাশিত জুন ১৩, ২০২০
রবার্ট ক্লাইভ ছিলেন দুর্ধর্ষ লুটেরা, হোয়াইট হলে তার মূর্তির কোনও জায়গা নেই

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনে বর্ণবাদ, ঔপনিবেশিক শাসন আর দাস ব্যবসায় জড়িত ব্যক্তিদের মূর্তি অপসারণের দাবি উঠেছে। ব্রিস্টলে বিক্ষুব্ধ জনতা দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টোনের মূর্তি উপড়ে সেটি সাগরের পানিতে ফেলে ফেলে দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ চলছে আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রাখা সেসিল রোডসের মূর্তি সরানোর দাবিতে। এরই ধারাবাহিকতায় দাবি উঠেছে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে ভূমিকা রাখা রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের। যারা এই দাবি জানাচ্ছেন, তাদের মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন ব্রিটেনের অনেক বিখ্যাত লেখক ও ইতিহাসবিদ। এদের একজন উইলিয়াম ডালরিম্পল। বিখ্যাত দুটি বই হোয়াইট মুঘলস’ এবং দ্য অ্যানার্কি: দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি’- এর লেখক ডালরিম্পল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে লেখা এক কলামে জোরালো ভাষায় যুক্তি তুলে ধরেছেন রবার্ট ক্লাইভের মূর্তি অপসারণের পক্ষে। বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো। লেখাটি ভাষান্তর করেছেন মোকাররম রানা।]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।