ডেস্ক রিপোর্ট, ঢাকা: এই প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারত অস্ত্রোপচারের মাধ্যমে ২০ বছরের বয়সী একজন করোনা রোগীর ফুসফুস প্রতিস্থাপন করেছেন। এ ব্যাপারে শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ কিছুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে ওই রোগীর শরীরে ওষুধ কাজ করা বন্ধ হয়ে গেলে তার ফুসফুস আরো ক্ষতিগ্রস্থ হয়। উপায় না দেখে শেষপর্যন্ত ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর বাইরে ওই রোগীকে বাঁচানোর আর কোনও পথ খোলা ছিল না।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।