ফুটবলারদের চাঙ্গা করতে সালাহউদ্দিনের টিপস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:২৮, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফুটবলারদের চাঙ্গা করতে সালাহউদ্দিনের টিপস

ADMIN, USA
প্রকাশিত জুন ১৪, ২০২০
ফুটবলারদের চাঙ্গা করতে সালাহউদ্দিনের টিপস

লকডাউনে ঘরে থাকা ফুটবলারদের চাঙ্গা করতে টিপস দিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। করোনা ভাইরাসের কারণে যেভাবে খেলোয়াড়রা ঘরে বসে সময় কাটানো কিংবা হালকা অনুশীলন তা থেকে কীভাবে নিজেকে বের করে আনা যায় সেটা নিয়ে বাফুফে সভাপতি সাবেক তারকা স্ট্রাইকার বললেন,‘আমার একটা ছোটো উপদেশ থাকবে বাংলাদেশের ইয়ং এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে।

করোনা ভাইরাসের কারণে আজ দুই-তিন মাস যাবত্ ফুটবল খেলা বন্ধ, আমার উপদেশ থাকবে তাদের কাছে ভোরবেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ছয়টার দিকে প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ জিম ও ছোটো জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে। তিন-চার মাস হয়ে গেছে আপনারা ফুটবল খেলছেন না, এতে আপনাদের কোয়ালিটি অনেক নেমে যাবে।’ উদাহরণ দিয়ে বলেন,‘আমি আমার নিজের জীবন থেকে বলছি, ৬৯/৭০ সালের দিকে তখন দেশে অনেক হরতাল/কারফিউ হতো, তখন আমি আমার বাড়ির পিছনে লনে প্রায় তিন-চার ঘণ্টা অনুশীলন করতাম।

 

পরবর্তীতে যখন খেলা শুরু হলো তখন আমার মনে হয়নি আমি খেলার বাইরে ছিলাম। এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি। লিগ তো শুরু হবে আজ, না হয় কাল, না হয় দুদিন পরে। ফুটবল ক্যারিয়ারটি কিন্তু অনেক শর্ট। আপনি যেন আপনার ক্যারিয়ারটি ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজেকে প্রটেক্ট রাখবেন। ধন্যবাদ।’

বাফুফে সভাপতির এমন কথায় জাতীয় দলের গোলকিপার আশরাফুল রানা বললেন,‘একজন সভাপতি হয়ে উনি যে কথাটা বলেছেন এটা অনেক বড়ো ব্যাপার। তার অভিজ্ঞতা থেকে বলেছেন। এটা প্লেয়ারদের মোটিভেশন তৈরি করবে। শুধু জাতীয় দল নয় সভাপতি সাহেব সব খেলোয়াড়দের বলেছেন। আসলেই সত্যি ভোরে মানুষের ভিড় কম হয়। এটা কাজে লাগানো যায়। উনার এই উপদেশ আমাদের কাজে লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।