চিলমারীত বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তাটির জনদূর্ভোগ চরমে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:০৭, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চিলমারীত বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তাটির জনদূর্ভোগ চরমে

ADMIN, USA
প্রকাশিত জুন ১৪, ২০২০
চিলমারীত বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তাটির জনদূর্ভোগ চরমে

 

চিলমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর ইউনিয়নের বালাবাড়ীহাট মালেক মোড় হতে গাবেরতল বাজারগামী রাস্তাটি গত বছরের বন্যায় ভেঙ্গে যাওয়ায় অদ্যাবধি মেরামত না করায় জনদূর্ভোগ চরমে উঠেছে। বন্যার ¯্রােতের তোড়ে রাস্তাটি ভেঙ্গে গিয়ে বড় গর্তের সৃষ্টি হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এলাকাবাসী গর্ত পারাপারে জীবনের ঝুকিঁ নিয়ে একটি বাঁশের উপর দিয়ে চলাচল করে আসছে। ওই রাস্তাটি দিয়ে উপজেলার পুটিমারী, কাঁচকোল হাট, রাণীগঞ্জ, ঠগের হাট, ফকিরের হাট, ব্যাপারীর বাজার, নয়ারহাট ও সর্দার পাড়া এলাকার প্রায় ৫০ হাজার মানুষ তাদের জরুরী কাজে জেলা শহরের সাথে যোগাযোগ করতে ট্রেন ও বাস ধরতে বালাবাড়ীহাট রেলস্টেশন, বাস স্ট্যান্ডে যাতায়াত করে থাকে। এছাড়াও বালাবাড়ীহাট এলাকায় অবস্থিত বিদুৎ সাব স্টেশন, থানাহাট ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও বালাবাড়ীহাট বাজারে যাতায়াত করতে এই রাস্তাটি একমাত্র মাধ্যম। অপরদিকে গাবেরতল এলাকায় অবস্থিত কেডিএবি স্কুল এন্ড কলেজ, বিএম কলেজ, সোনারী পাড়া মীমছিন মাদ্রাসা, সোনারী পাড়া প্রাথমিক বিদ্যালয় ও গাবেরতল বাজারে যাতায়াতে এই রাস্তাটি ব্যবহৃত হয়ে আসছে। উল্লেখ্য পুটিমারী এলকায় অবস্থিত চিলমারী ভাসমান তেলডিপোতে তেল সংগ্রহে ট্যাংক লড়ী, ট্রাক, ট্রাক্টর ইত্যাদি ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় তেল সরবরাহে বিঘœ ঘটছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হলে তিনি জানান, রাস্তাটি ভেঙ্গে যাওয়া অংশ ও ঝুকিঁ পূর্ণ অংশে দুটি ব্রিজ ও একটি ইউড্রেন নির্মাণে ৫১ লক্ষ টাকার টেন্ডার সমাপ্ত হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজ শুরু করা হবে। সংশ্লিষ্ট ঠিকাদার জানান, কার্যাদেশ হলে কাজ শুরু করা হবে। স্থানীয় মুক্তিযোদ্ধা ওলি আহম্মেদ জানান, ব্রিজ নির্মান ও রাস্তা মেরামতের কাজ দ্রুত শুরু করা না হলে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যার পানি আসলে এ বছর কাজটি শুরু করা সম্ভব হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।