ডেস্ক রিপোর্ট, ঢাকা: দীর্ঘ দিনের লকডাউন ও কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে করোনাকে নিয়ন্ত্রণে নিতে পেরেছে অস্ট্রেলিয়া। বর্তমানে দেশটিতে এ ভাইরাস প্রায় শূন্যের কোঠায়। এরই ধারাবাহিকতায় জুলাই মাস থেকে ১০ হাজার পর্যন্ত মানুষের জমায়েতের অনুমতি দিতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, ১০ হাজার পর্যন্ত মানুষের জমায়েতে অনুমতি দেওয়া হলে অস্ট্রেলিয়ায় সবচেয়ে লাভবান হবে ক্রীড়া খাত। এতে করে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ম্যাচ আয়োজন করা যাবে। তবে করোনা প্রতিরোধের অংশ হিসেবে মানুষে মানুষে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ দূরত্ব হবে ন্যুনতম দেড় মিটার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।