আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০০, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু

ADMIN, USA
প্রকাশিত জুন ১৪, ২০২০
আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনার পর ব্যাপক বিক্ষোভ শুরু হলে নগরীর পুলিশ প্রধান পদত্যাগ করেন। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। শুক্রবার (১২ জুন) রাতে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর কাছে পুলিশের গুলিতে ২৭ বছর বয়সী রেশার্ড ব্রুকস নিহত হন। এ ঘটনার পর শনিবার আটলান্টার প্রধান একটি মহাসড়ক ইন্টারস্টেট-৭৫ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা ও ফাস্টফুড চেইন ওয়েন্ডিসের ওই রেস্তোরাঁটিতে আগুন ধরিয়ে দেন। আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস জানান, শনিবার (১৩ জুন) নগরীর পুলিশ প্রধান এরিকা শিল্ডস পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০১৬ সাল থেকে এ নগরীর পুলিশ প্রধানের দায়িত্ব পালন করছেন এরিকা এবং ২০ বছরেরও বেশি সময় ধরে আটলান্টা পুলিশ বিভাগে কাজ করছেন। এবার পুলিশ বিভাগেই অন্য দায়িত্ব পালন করবেন তিনি।

গত ২৫ মে মিনিয়াপোলিসে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড নিহত হন। এ ঘটনার প্রতিবাদে তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি সহিংসতা ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পরিস্থিতিতে নতুন করে পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গ নিহত হলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।