বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:২৯, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোক

ADMIN, USA
প্রকাশিত জুন ২৩, ২০২০
বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতির ভাইয়ের মৃত্যুতে শোক

ওয়ারেন : বৃটেনের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি, সারক রেডিও ডটকমের এডভাইজারি বোর্ডের প্রেসিডেন্ট, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা চৌধুরী যুবরাজের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ চৌধুরী আবদুল্লাহ এর মৃত্যুতে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন।
উল্লেখ্য, সিলেট জেলা বারের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২০ জুন ভোরে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অ্যাডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ গত ৬ জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর  শেষ পর্যন্ত করোনার কাছে হেরে গেলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।