ইংল্যান্ডে রেস্তোরাঁ-সেলুন খুলবে ৪ জুলাই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৪, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইংল্যান্ডে রেস্তোরাঁ-সেলুন খুলবে ৪ জুলাই

ADMIN, USA
প্রকাশিত জুন ২৪, ২০২০
ইংল্যান্ডে রেস্তোরাঁ-সেলুন খুলবে ৪ জুলাই

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইংল্যান্ডে ৪ জুলাই থেকে রেঁস্তোরা, সেলুন, মদের দোকান খোলার ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে জিমগুলো আগের মতো বন্ধ থাকবে। এ ঘোষণা দেওয়ার সময় নতুন পরিস্থিতিতে কী ধরনের বিধিনিষেধ থাকবে সে ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান থেকে এসব তথ্য জানা যায়। খবরে বলা হয়, করোনা প্রতিরোধে এতোদিন দুই মিটার শারীরিক দূরত্ব মেনে চলার বিধি থাকেলও আগামীতে পরস্পরের মধ্যে এক মিটার দূরত্ব বজায় রাখলেই চলবে। লোকজন একসঙ্গে পানাহারও করতে পারবে ৪ জুলাই থেকে। পরিবারগুলো রাতের বেলা পরস্পরের বাড়িতে নিমন্ত্রণেও যেতে পারবে। এছাড়া তারা চাইলে কোনো রেস্তোরাঁ বা হোটেলে বিভিন্ন অনুষ্ঠানেও মিলিত হতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।