আমেরিকার স্বাধীনতা দিবস ও মুসলিম আমেরিকানদের দায়িত্ব ও কর্তব্যঃ—————————

Daily Ajker Sylhet

২৭ জুন ২০২০, ০১:৫৪ পূর্বাহ্ণ


আমেরিকার স্বাধীনতা দিবস ও মুসলিম আমেরিকানদের দায়িত্ব ও কর্তব্যঃ—————————

আগামী ৪ঠা জুলাই শনিবার আমেরিকার ২৪৪তম স্বাধীনতা দিবস উৎযাপন করা হবে, ১৭৭৬ সালে আমেরিকা স্বাধীনত লাভ করে৷ আমেরিকাকে প্রথম মুসলিম দেশ মরোক্ক স্বীকৃতি দান করে ৷ আমেরিকার স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সব মানুষের সমান অধিকার প্রতিষ্টা করা ৷১৭৮৯ সালে বিল অব রাইটে সব মানুষের বাকস্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সংবাদ পত্রের স্বাধীনতা ও কর্মের স্বাধীনতা স্বীকৃতি লাভ করে ৷ তবে আমেরিকার ইতিহাস পাঠ করলে দেখা যায়, ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা বাতিল করেন , ১৮৭০ সালে কালদের ভোটাধিকার এবং ১৯২০ সালে নারীদের ভোটাধিকার দেওয়া হয় ৷ ১৯৫০ সালের দিকে কালো লোকদের ভাল স্কুলে যাওয়ার, ভাল রেষ্ট্রুরেন্টে খাওয়ার ও বাসে বসার অধিকার ছিল না ৷ মার্টিন লুথার কিংয়ের আন্দোলনের ফলে কালো লোকদের সব অধিকার লাভ করে ৷ সাবেক প্রেসিডেন্ট কালো বাপের সন্তান বারাক ওবামা ৮ বছর আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন ৷আমরা যদি আমাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা ও আমেরিকার রাজনীতিতে যোগদানোর ব্যবস্হা করে দেই , তবে আমাদের ছেলে-মেয়েরাও এই দেশে কংগ্রেসম্যান, সিনেটর, মেয়র , গভর্নর, প্রেসিডেন্ট ও সরকারের উচ্চপদস্ত কর্মকর্তা হতে পারবে ইনশাল্লাহ ৷ আমেরিকার বর্তমান প্রধান সমস্যা গরীব ও ধনীর ব্যবধান ৷ গরীর লোকেরা কাজ করে ঘরভাড়া ও খাওয়ার খরচ চালাতে পারেনা ৷ এই ব্যবধান দূরীকরনে আমার মতামত প্রদান করলাম ৷ আমেরিকার জন সংখ্যা ৩৩ কোটি এর মধ্যে ৪৫ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি ৫০ লক্ষ গরীর ৷ আমেরিকায় সাদা ৬২% ১৭%স্পানিশ, ১৩% কালো, ৫% এশিয়ান ৩% মুসলমান ৷ আমেরিকার বাজেট ৪.৮ ট্রিলিয়ন অর্থাৎ ৪ হাজার ৮ শত বিলিয়ন ডলার ৷আমেরিকার মুসলিম লিডাররা নিজ নিজ এলাকার কংগ্রেসম্যান ও সিনেটরের সহযোগিতায় ব্যবসায়ের কন্টাক্ট ও সরকারী জব পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতে হবে ৷ অর্থাৎ মুসলিম কমিউনিটি সহ মাইনরিটিদের অধিকার আদায়ে তৎপরতা চালাতে হবে ৷ মাইনোরিটিদের অধিকার নিয়ে কাজ করলে নিজ নিজ এলাকার নেতা নির্বাচিত হতে সহজ হবে ৷ আমেরিকায় ১ কোটির মত মুসলমান, এর মধ্যে ৩৫ হাজার ডাক্তার, ৩০ হাজার ইজ্ঞানিয়ার, ৪০ হাজার শিক্ষক কয়েক লক্ষ ব্যবসায়ী ও ২৮০০ শত মসজিদ আছে ৷ আমরা সবাই যদি অর্থনৈতিক মুক্তির জন্য নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সহায়তায় স্হানীয় ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ নিয়ে ছোট ব্যবসার মাধ্যমে আমাদের দারিদ্র দূর করতে পারি ৷সাথে সাথে মাইনোরিটিদের দারিদ্র দূর করে ধনী- গরীবের ব্যবধান কমিয়ে সুন্দর সমাজ গঠনে অবদান রাখতে পারি ৷মুসলমানদের দায়িত্ব ও কর্তব্যঃ— দেশের আইন মান্য করা, টাক্স দেওয়া, ভোট দেওয়া , ইলেকশনের সময় ভলেনটিয়ার হয়ে পলিটিশিয়ানদের জন্য কাজ করা ৷ ফান্ডরাইজিং অনুষ্টানে সামর্থ অনুযায়ী ফান্ড দেওয়া , যোগ্যতা অনুযায়ী নির্বাচনে দাঁড়ানো , নিরাপত্তার জন্য নিজ নিজ এলাকার পুলিশ কাউন্সিলের মাসিক অনুষ্টানে যোগদান করা ৷ মুসলমানদের অধিকার যেমন ঈদের ছুটি, হসপিটালে- স্কুলে ও জেলে হালাল খাদ্য সরবরাহ, রমজান মাসকে মুসলিম হেরিটেজ মাস ঘোষনা, কংগ্রেসে আমেরিকান মুসলিম ককাস গঠন সহ মুসলমানদের অধিকার আদায়ে আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি গঠন করে কাজ আরম্ভ করা৷ এখন থেকে নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানের সাথে কংগ্রেসে বিল উত্থাপনে কথা বলুন ৷ আল্লাহ আমাদের সহায় হউন ৷

হাসান আলী , কনভেনার গ্লোবাল ভিলেজ লিডারশীপ কমিটি USA, কনভেনার আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটি(AMPAC)৷

বিঃদ্রঃ কলম্বাস ১৪৯২ সালে যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন দুইজন মুসলিম তাহাকে গাইড দিয়ে আমেরিকা আবিষ্কারে সহায়তা করেন ৷ তাহারা আপন দুই ভাই ৷
(১)Martin Alons Pinzon (২) Vicente Yanex Pinzon

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।