প্রবাসী সাংবাদিক বনি হায়দার মান্নার পিতৃ বিয়োগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:০৬, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রবাসী সাংবাদিক বনি হায়দার মান্নার পিতৃ বিয়োগ

ADMIN, USA
প্রকাশিত জুলাই ৫, ২০২০
প্রবাসী সাংবাদিক বনি হায়দার মান্নার পিতৃ বিয়োগ

বাংলা কাগজ ও এটিএন বাংলা’র স্পেন প্রতিনিধি, স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও একটু অন্যরকম গ্রুপের স্পেন সমন্বয়ক,বার্সেলোনা শাহজালাল জামে মসজিদের সহ সাধারন সম্পাদক বনি হায়দার মান্নার পিতা হাজী মোহাম্মদ বনি আমিন আনা শনিবার দুপুর ১২ টা ৫ মিনিটে সিলেটে নিজ বাসভবনে ইন্তেকাল ইন্না (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।  তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।  মৃত্যু কালে তিনি স্ত্রী ৫মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন । মরহুম হাজী মোহাম্মদ বনি আমিন আনা মিয়া’র জানাজার নামাজ একইদিন ৪ জুলাই শনিবার সিলেটের চারাদিঘীরপার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।  সিলেটের মানিক পীর (র:) গোরস্থানে দাফন কার্য সমপন্ন হয়। করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুম মোহাম্মদ বনি আমিন আনা মিয়া’র জানাজার নামাজে সিলেটের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। হাম্মদ বনি আমিন আনা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পেনে বাংলা গনমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বাংলা কাগজের পক্ষে চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও খসরু খান এক শোক বার্তায় বাংলা কাগজ পরিবারের পক্ষ থেকেও  শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোক বার্তায় তারা একজন ন্যায়পরায়ন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে স্থানীয়দের মাঝে অত্যন্ত প্রিয় মোহাম্মদ বনি আমিন আনা মিয়ার সাথে বাংলা কাগজের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে সত্যিকার অর্থেই বাংলা একজন একজন শুভাকাংখীকে হারালো একজন সাদা মনের মানুষকে।
একটু অন্যরকম গ্রুপের স্পেন সমন্বয়ক বনি হায়দার মান্নার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য একটু অন্যরকম গ্রুপ। যুক্তরাজ্য একটু অন্যরকমের পক্ষে জয়নাল ইসলাম ও লোকমান হোসেন কাজী এই শোক প্রকাশ করেন। তারা মরহুমের রুহেরও মাগফেরাত কামনা করেন এবং এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।