দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়তে সক্ষম হবে অক্সফোর্ডের ভ্যাকসিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫১, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়তে সক্ষম হবে অক্সফোর্ডের ভ্যাকসিন

STAFF USBD
প্রকাশিত জুলাই ৫, ২০২০
দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়তে সক্ষম হবে অক্সফোর্ডের ভ্যাকসিন

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে অক্সফোর্ড বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটি শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এখনও সেই ট্রায়ালের ফলাফল না মিললেও এ সংক্রান্ত গবেষণার প্রধান বিজ্ঞানী ড. সারাহ গিলবার্ট বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে তাদের তৈরি ভ্যাকসিন। সম্প্রতি হাউজ অব কমন্সে ব্রিটিশ এমপিদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি। মহামারিতে পরিণত হওয়া করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে বিশ্বের বিভিন্ন দেশের জোরালো প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন সম্ভব হয়নি। বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির। এরমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, ভ্যাকসিন তৈরিতে তারাই সবথেকে এগিয়ে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।