ম্যাট্রিক্স-৪-এর শুটিং সেটে প্রিয়াঙ্কা চোপড়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:৫৯, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ম্যাট্রিক্স-৪-এর শুটিং সেটে প্রিয়াঙ্কা চোপড়া

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১০, ২০২০
ম্যাট্রিক্স-৪-এর শুটিং সেটে প্রিয়াঙ্কা চোপড়া

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার খোপায় একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে। নতুন ঘটনার নাম ম্যাট্রিক্স-৪। বিশ্বের বহুল আলোচিত এ ছবির নতুন কিস্তির জন্য অভিনয়ে অংশ নিয়েছেন এই তারকা। অর্থাৎ হলিউড টিভি সিরিজ কোয়ান্টিকোর পর এবার চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। জানা যায়, কিয়ানু রিভেস অভিনীত ম্যাট্রিক্স ৪-এর অন্যতম চরিত্রে থাকছেন বলিউডের এই দেশি গার্ল। নতুন মুখ হিসেবে এতে আরও যুক্ত হতে যাচ্ছেন নিল প্যাট্রিক হ্যারিস, ইয়াহিয়া আবদুল মতিন ও জোনাথন গ্রফ। বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার আগেই সান ফ্রান্সিসকোতে ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর মার্চ মাসে বন্ধ হয়ে যায় দৃশ্যধারণ। তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কাও। স্বাস্থ্যবিধি মেনে জার্মানির বার্লিনে চলছে শুট। ১৯৯৯ সালে প্রথম বড় পর্দায় আসে ম্যাট্রিক্স। এরপর একে একে মুক্তি পেয়েছে দ্য ম্যাট্রিক্স রিলোডেড এবং দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস। সিক্যুয়েলে আগের মতোই নিও, ট্রিনিটি ও নায়োবির চরিত্রে থাকবেন যথাক্রমে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ও জাডা পিঙ্কেট স্মিথ। প্রিয়াঙ্কার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।