অবশেষে করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৪, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অবশেষে করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১০, ২০২০
অবশেষে করোনা পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মহামারির শুরু থেকেই করোনা ভাইরাসকে রীতিমত তাচ্ছিল্য করে চলা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোই এবার করোনায় আক্রান্ত হয়েছেন। উচ্চ মাত্রার জ্বর, শ্বাসে সমস্যাসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকায় মঙ্গলবার (৭ জুলাই) তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলে করোনা পজিটিভ এসেছেন তিনি। এর আগে আরও তিন বার করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা হয়। কিন্তু সেগুলোতে করোনা নেগেটিভ আসে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটনের পোস্টের এক প্রতিবেদনে বোলসোনারোর করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়। খবরে বলা হয়, করোনা উপসর্গে ভুগতে শুরু করার পরপরই বোলসোনারোর সব কাজ মুলতবি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।