তেহরানের কাছে কারখানায় নতুন বিস্ফোরণ, নিহত ২ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:১২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তেহরানের কাছে কারখানায় নতুন বিস্ফোরণ, নিহত ২

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১০, ২০২০
তেহরানের কাছে কারখানায় নতুন বিস্ফোরণ, নিহত ২

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তেহরানের কাছে একটি কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মানুষের ভুলেই মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। ইরানের ভূগর্ভস্থ এক পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে। তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ওই অগ্নিকাণ্ড হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং স্থাপনার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সে দেশের কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়,সাইবার হামলার কারণেই ওই অগ্নিকাণ্ড হয়। তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি। মঙ্গলবার তেহরান থেকে ২৩ কিলোমিটার দূরে একটি শিল্প এলাকায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তা আমিন বাবাই বলেন, দুই ব্যক্তি নিহত ও অপর তিন জন আহত হয়েছে। তিনি জানান, কয়েক জন কর্মী অক্সিজেন ট্যাংক সরানোর সময় অসতর্ক হয়ে পড়ায় ওই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে কারখানাটির দেয়াল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।