ব্রিটেনে বেকারত্বের কবলে বাংলাদেশিরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৩:৪৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রিটেনে বেকারত্বের কবলে বাংলাদেশিরা

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১১, ২০২০
ব্রিটেনে বেকারত্বের কবলে বাংলাদেশিরা

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ব্রিটিশ পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে, করোনাভাইরাসের মহামারির কারণে বিগত একশ’ বছ‌রের ম‌ধ্যে যুক্তরাজ্যে কর্মহীনদের নতুন রেকর্ড সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বন্ধ হয়ে গেছে হাজা‌র হাজার ব‌্যবসা প্রতিষ্ঠান। ২৩ শতাংশ বেড়ে কর্মহীনদের ও‌য়েল‌ফেয়ার বে‌নি‌ফিটের আবেদন ২.৮ মিলিয়নে পৌঁছেছে। মে মাস পর্যন্ত কর্মহীন হ‌য়ে প‌ড়ে‌ছে ছয় লক্ষা‌ধিক মানুষ। বেকারত্বের কবলে পড়েছে ব্রিটিশ বাংলাদেশিরাও। কমিউনিটি নেতারা বলছেন, গত তিন মাসে কর্মহীন হয়েছে লাখো বাংলাদেশি। যাদের বৈধ কাগজপত্র নেই, তারা আরও বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে দিন পার করছে। ১৯৫৪ সালে যাত্রা শুরু হয়েছিল পার্সি বেঙ্গল বেকারির। করোনার সংক্রমণ শুরুর আগে এর ১৭ টি শাখার কার্যক্রম চলছিল। বাঙালিপাড়া পূর্ব লন্ডনে ৬৬ বছর ব্যবসা করার পর এ সপ্তাহে বেকারিটির সবগুলো শাখা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।