ডেস্ক রিপোর্ট, ঢাকা: নেপালে চীনের দূতাবাসের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে বেইজিং। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারকে ক্ষমতায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। সূত্র জানায়, অলি সরকারকে ক্ষমতাসীন রাখতে নেপালে চীনের রাষ্ট্রদূত হু ইয়াংকি দেশটির বিরোধীদলীয় নেতা ও নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার সুস্পষ্ট নির্দেশনায় এ চীনা দূত নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছেন। নেপালের ক্ষমতাসীন দল এনসিপিতে ফাটল ধরতে শুরু করেছে। এনসিপির জ্যেষ্ঠ নেতা মাধব কুমারের সঙ্গে দেখা করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হু ইয়াংকি। প্রধানমন্ত্রী কেপি অলির ওপর পদ ছাড়ার চাপ শুরু হলে, তিনি প্রেসিডেন্ট বিদ্যা ভণ্ডারির সঙ্গেও দেখা করেছেন। চীনা রাষ্ট্রদূত এবারই প্রথম সংকটময় মুহূর্তে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন তা নয়। দেড় মাস আগে এনসিপির অন্তর্দ্বন্দ্ব যখন চরমে পৌঁছায়, তখন তিনি প্রেসিডেন্ট ভণ্ডারি, প্রধানমন্ত্রী অলি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।