চলে গেলেন হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫৯, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

চলে গেলেন হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১৩, ২০২০
চলে গেলেন হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন

ডেস্ক রিপোর্ট, ঢাকা: হলিউড অভিনেত্রী এবং অভিনেতা জন ট্রাভোলটার স্ত্রী কেলি প্রেসটন (৫৭) আর নেই। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। সোমবার ট্রাভোলটা নিজেই স্ত্রীর মৃত্যুর খবরটি জানিয়েছেন। ইনস্টাগ্রামে কেলির ছবি শেয়ার করে তিনি লেখেন, দুই বছর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে আমার সুন্দরী স্ত্রী কেলি হেরে গেছে। সে অনেকের ভালোবাসা ও সমর্থনে এতদিন সাহসের সঙ্গে লড়াই করেছিল। চিকিৎসক ও কেলির পাশে থাকা তার সকল বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমার পরিবার এবং আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। কেলির ভালোবাসা এবং জীবন সবসময় আমার স্মরণে থাকবে। এখন আমার সন্তান যারা তাদের মাকে হারিয়েছে তাদের জন্য সময় নেবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।