ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইরানে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। হু হু করে বাড়ছে নতুন করে সংক্রমণের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। গত দুই দিনেই দেশটিতে পাঁচ হাজারের মতো নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ কমে আসার প্রবণতা দেখে মধ্য এপ্রিলে নানা বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছিল দেশটি। এখন দেখা যাচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ৯ জুলাই একদিনেই মারা গেছে সর্বোচ্চ ২২১ জন। গত ৪ই জুন দেশটিতে শনাক্ত হয়েছিল তিন হাজার ৫৭৪ জন। এখন এর চেয়ে দিনে অন্তত দুই হাজার করে বেশি মানুষ শনাক্ত হচ্ছে। এর আগে সর্বোচ্চ তিন হাজার ১৮৬ জন শনাক্ত হয় গত ৩০ মার্চ। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।