করোনায় শেষ হতে পারে প্রায় ১ কোটি শিশুর শিক্ষাজীবন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:০২, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনায় শেষ হতে পারে প্রায় ১ কোটি শিশুর শিক্ষাজীবন

ADMIN, USA
প্রকাশিত জুলাই ১৩, ২০২০
করোনায় শেষ হতে পারে প্রায় ১ কোটি শিশুর শিক্ষাজীবন

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস মহামারি শিক্ষার জন্য সংকট তৈরি করেছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মহামারি শেষ হলেও প্রায় ১ কোটি (৯৭ লাখ) শিশুর স্কুলে ফেরা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এখবর জানিয়েছে। সেভ দ্য চিলড্রেন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরাই বেশি ঝুঁকিতে। এতে আরও বলা হয়েছে, এপ্রিল মাসেই ১৬০ কোটি শিক্ষার্থীর স্কুল গমন বন্ধ হয়ে যায়। মানব ইতিহাসে প্রথমবারের মতো পুরো একটি প্রজন্মের শিক্ষা বাধাগ্রস্ত হলো। করোনা মহামারি শুরু আগে থেকেই বিশ্বের ২৫ কোটি ৮ লাখ শিশু স্কুলে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।