ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইরানের রেভল্যুশনারি গার্ড কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে তথ্য দিয়ে সহযোগিতা করার অপরাধে ইরানি এক গুপ্তচরের ফাঁসি কার্যকর হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মাহমুদ মৌসাভি মাজদ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জুন মাসে ইরানের বিচার বিভাগ জানায়, মাজদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেনারেল সোলেমানি এবং কুদস ফোর্সের বিভিন্ন তথ্য চুরি করে সিআইএ এবং মোসাদের কাছে ফাঁস করেছেন। বিনিময়ে তিনি বড় অংকের অর্থ পেয়েছিলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।