ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার নতুন লকডাউন কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যজুড়ে এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে রবিবার (১৯ জুলাই) সারাদিনে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যে কোভিড- ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১২ জনে। বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। ২,২৭৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে রাজ্যে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭ জনে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।