হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার এক

Daily Ajker Sylhet

২২ জুলা ২০২০, ০১:০৯ অপরাহ্ণ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে  মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার এক

হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে শায়েস্তাগঞ্জ থানার এসআই এম জসিম উদ্দিন ও এসআই মুখলিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালায় একদল পুলিশ।
এ সময় মাদক ব্যবসায়ী মো. হিরু মিয়াকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত হিরু মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরু কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে ৭ টি মামলা রয়েছে। তাকে আজ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।