ফুলপুর করোনামুক্তির লক্ষ্যে দোয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৯, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফুলপুর করোনামুক্তির লক্ষ্যে দোয়া

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
ফুলপুর করোনামুক্তির লক্ষ্যে দোয়া

ফুলপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব কাঁপানো করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ২টায় উপজেলা জামে মসজিদের ২য় তলায় ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়াপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা আইন উদ্দিন। উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল¬াহর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুহিউদ্দিন, ফুলপুর আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান, ইসলামিক ফাউন্ডেশনের ফুলপুর শাখার ফিল্ড সুপার ভাইজার সাদেকুল ইসলাম, বওলা বুশরা মাদরাসার মুহতামিম মাওলানা মুবাশ্বির হুসাইন কাসেমী, মাওলানা শহিদুল ইসলাম, কাড়াহা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক, দারুল ইহসান কাসিমিয়া (এক্সিলেন্ট) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। বক্তব্যে মাওলানা আবু রায়হান বলেন, বে-আমল, খেয়ানত, তাকওয়াহীনতা ব্যাপক হারে বেড়ে গেছে। এজন্যে নানা ধরনের মহামারী আসছে। তিনি বলেন, পৃথিবীতে খারাপ যদি কিছু হয়ে থাকে তবে এর জন্যে আমরা উলামায়ে কেরাম প্রথমে দায়ী। আমাদেরকে তাওবা করতে হবে। মাওলানা মুবাশ্বির হাটহাজারী, ফরিদাবাদ ও বেফাকের বিশৃঙ্খলা মিট মীমাংসার জন্যে সকলের দোয়া কামনা করেন। এর আগে দারুল উলূম দেওবন্দের এক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা কে কার উপরে উঠতে পারি, কার টাকা মেরে খেতে পারি সেই ধান্ধায় আছি। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা আইন উদ্দিন বলেন, যত বালা মুসিবত আসে সব নিজেদের হাতের কামাই। তবে আল্লাহ তায়ালা সব ধরেন না। তিনি বলেন, প্রথমে নিজেদের ত্রুটিগুলো দেখতে হবে এবং সংশোধন হতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে হিসেবে ভাইয়ের ত্রুটিগুলোও কৌশলে সেরে নিতে হবে। দুনিয়ার মহব্বত দিল থেকে দূর করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি তবে আল্লাহ তায়ালা আমাদেরকে সকল মহামারী থেকে উদ্ধার করবেন। এরপর তিনি দোয়া পরিচালনা করেন। দোয়ায় মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের দেশসহ বিশ্ববাসীকে মুক্তি দেওয়ার জন্যে মহান আল¬াহ তায়ালার নিকট ফরিয়াদ জানানো হয়। এ সময় ফুলপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুস সাত্তার, রূপসীর হাফেজ মাওলানা মুজিবুর রহমান, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইলিয়াস আহমাদ, বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম, থানা মসজিদের ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।