বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চাষীদের মানববন্ধন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৮, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চাষীদের মানববন্ধন

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চাষীদের মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
চার মাসের বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক বুধবার তারা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন। এর আগে তারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ছয় মাস পূর্বে চিনিকলে সরবরাহ আখের মূল্য ও গত চার মাস ধরে বকেয়া থাকা অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতনভাতা পরিশোধ না করায় সংশ্লিষ্টরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। ঈদের আগেই বোনাস ও শ্রমিক-কর্মচারীদের শ্রমের মূল্য মাসিক বেতনভাতা এবং আখচাষীদের সরবরাহ করা আখের ন্যায্য মূল্য পরিশোধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক ইক্ষু উন্নয়ণ সহকারী (সিডিএ) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষী নেতা আব্দুর রশিদ ধলু ও সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের শ্রমিক নেতা আলী আজগর প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।