মান্দা ক্ষেতমুজুর সমিতির আয়োজনে ধর্ণা দিবস পালিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৯, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

মান্দা ক্ষেতমুজুর সমিতির আয়োজনে ধর্ণা দিবস পালিত

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
মান্দা ক্ষেতমুজুর সমিতির আয়োজনে ধর্ণা দিবস পালিত

 

নওগাঁ :
নওগাঁর মান্দায় বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি মান্দা উপজেলা শাখার আয়োজনে ধর্ণা দিবস পালিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ৬ দফা বাস্তবায়নের দাবিতে উপজেলার প্রসাদপুর বাজারের তিনমাথার মোড়ে এ ধর্ণা দিবস কর্মসূচী পালিত হয়।

জেলা ক্ষেতমুজুর সমিতির সদস্য ডাঃ খয়ের আলীর সভাপতিত্বে ধর্ণা দিবসের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কেন্দ্রীয় ক্ষেতমুজুর সমিতির সদস্য প্রদ্যুৎ ফৌজদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্ষেতমুজুর সমিতির সদস্য রেবেকা সরেন, নওগাঁ জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, জেলা যুবনেতা এ্যাড. মমিনুল ইসলাম স্বপন, মান্দা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সদস্য সেকেন্দার আলী,অহিদুর রহমান এবং মোসলেম আলী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।