নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল
নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নতুন কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গত ২৪ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়ার পরিচালনায় এবং সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদের কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা বক্তব্য রাখেন। নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব এবং পার্কচেষ্টার জামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: মাসহুদ ইকবাল দোয়া মাহফিল পরিচালনা করেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) হারুন আলী, সহ সভাপতি (২) মো: আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী মো: আব্দুল গফুর, কার্যকরী সদস্য : সোহান আহমদ, তারেক আহমদ, কামরুল হাসান ও মোহাম্মদ রুখান খান।
উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া বিদায়ী কমিটিরও সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন।
পরিচিতি শেষে মসজিদের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান হয়। কার্যকরী সদস্য সোহান আহমদ টুটুলের পরিচালায় এ পর্বে নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী। সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়াকে মসজিদের উন্নয়নে ও মসজিদের বাইরে আজান প্রচারে ভূমিকা রাখার জন্য দু’টি ক্রেস্ট প্রদান করা হয়। ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ এবং মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা মো: মাসহুদ ইকবাল ক্রেস্ট দু’টি তার হাতে তুলে দেন। মসজিদের কোষাধ্যক্ষ মাজলুল আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন ট্রাস্টি বোর্ড সদস্য এডভোকেট এমডি আলাউদ্দিন আহমেদ।
পরে নব নির্বাচিত কমিটির সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা মো: মাসহুদ ইকবাল।
এসময় মাওলানা মো: মাসহুদ ইকবাল মসজিদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী তার বক্তব্যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক নব নির্বাচিত কমিটি কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে মনোনয়নপত্র বাতিল হওয়া এডুকেশন সেক্রেটারী পদে কার্যকরী সদস্য মো: আব্দুল গফুরকে এবং কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ রুখান খানকে কোঅপ্ট করে নেয়া হয়। মোস্তাক আহমদ চৌধুরী মসজিদের সার্বিক উন্নয়নের পাশাপাশি পার্কচেষ্টার জামিয়া মাদ্রাসাকে পূর্ণাঙ্গ মাদ্রাসা হিসেবে গড়া তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া মসজিদে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী দু’বছরের জন্য আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, বহুল আলোচিত পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী ফলাফল মসজিদের নির্বাচন কমিশন গত ২১ মার্চ শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা করে। পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী কমিশনার আজিজুল করিমের অফিসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।
মসজিদের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয় গত ২১ মার্চ শনিবার রাতে। মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ওইদিন রাতে মসজিদে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।