করোনা: ভারতে একদিনে শনাক্ত ৪৮ হাজার, মৃত্যু ৭০৫ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৬, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনা: ভারতে একদিনে শনাক্ত ৪৮ হাজার, মৃত্যু ৭০৫

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
করোনা: ভারতে একদিনে শনাক্ত ৪৮ হাজার, মৃত্যু ৭০৫

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৮৫ হাজার ৫২২। রোববার ভারতীয় সংবাদমধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার ৬৩ দশমিক ৯১ শতাংশ। ভারতে ২ জুলাইয়ের পর তিন সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। টানা তিনদিন ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও গুজরাট ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।