কায়রোতে বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ উদ্ধার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৭, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

কায়রোতে বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ উদ্ধার

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
কায়রোতে বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মিসরের রাজধানী কায়রোর একটি হোটেল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কায়রোর পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছে এনআরবি কানেক্ট টিভি। খবরে বলা হয়েছে, নিহত নারীর নাম ফাতেমা খান খুকি (৪৪)। পেশায় বিউটি এক্সপার্ট খুকি নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত একটি মুখ। এনআরবি কানেক্ট টিভি জানায়, সাত দিন আগে ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন খুকি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। কায়রোর মার্কিন দূতাবাস বাংলাদেশে ফোন করে খুকির বোনকে মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।