যুক্তরাজ্যে লকডাউন ভেঙে বিপাকে বাংলাদেশিরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০২, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

যুক্তরাজ্যে লকডাউন ভেঙে বিপাকে বাংলাদেশিরা

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
যুক্তরাজ্যে লকডাউন ভেঙে বিপাকে বাংলাদেশিরা

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত শহর লুটনের মেয়র তাহির মালিক ও দুই কাউন্সিলর লকডাউন অমান্য করে বিপাকে পড়েছেন। লেবার পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ওই তিন জনপ্রতিনিধি ব্রিটিশ সরকারের নিয়ম-কানুন অমান্য করে যোগ দিয়েছেন একটি সামাজিক অনুষ্ঠানে। এ ঘটনার ছবি ফেসবুকসহ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আইন ভঙ্গের দায়ে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তারা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে লেবার পার্টি। জানা গেছে, করোনাভাইরাস জনিত লকডাউন আইন অমান্য করে গত ২১ শে জুলাই লুটনের বেডফোর্ডশায়ার শহরে এক ভোজসভায় অংশ নেন পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র তাহির মালিক ও দুই কাউন্সিলর ওয়াহিদ আকবর ও আসিফ মাসুদ। ওই ভোজসভায় তাদের সঙ্গে আরও নয় ব্যক্তি অংশ নেন।

করোনাভাইরাস জনিত লকডাউন আইনে সর্বশেষ গত ১ জুন পরিবর্তন আনে যুক্তরাজ্য। এতে সর্বোচ্চ ছয় ব্যক্তিকে ঘরের বাইরে, বাগানে সামাজিক শিষ্ঠাচার মেনে মাস্ক ব্যবহার করে মিলিত হবার অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বেডফোর্ডশায়ারের ঐ সামাজিক অনুষ্ঠানের ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে লুটনের মেয়রকে কমপক্ষে ১২ জনের সঙ্গে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।