সিয়াটলে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেফতার ৪৫ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৫২, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সিয়াটলে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেফতার ৪৫

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
সিয়াটলে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেফতার ৪৫

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের সিয়াটলে ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৪৫ বিক্ষোভকারীকে। পার্শ্ববর্তী পোর্টল্যান্ড শহবে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর ফেডারেল এজেন্ট-এর চালানো দমন-পীড়নের ঘটনায় নতুন করে ফুঁসে উঠেছিলেন সিয়াটলের আন্দোলনকারীরা। ব্রিটশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণ-বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোসহ দেশটির বড় বড় শহর ও অঙ্গরাজ্যগুলোতে ফেডারেল পুলিশ ও সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। তার দৃষ্টিতে বিক্ষোভকারীরা সন্ত্রাসী ও লুটেরা! বিক্ষুব্ধরা দাস ব্যবসার সঙ্গে জড়িত ও অন্য অনেক ঐতিহাসিক ব্যক্তির মূর্তি ভাঙ্গতে থাকায় ট্রাম্প তাদেরকে দশ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি তিনি পোর্টল্যান্ড শহরের বিক্ষোভ দমনের জন্য সেখানে ফেডারেল বাহিনী পাঠানোর আদেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।