ধোবাউড়া “আলোর মিছিল” সংগঠনের কমিটি গঠন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৫৬, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ধোবাউড়া “আলোর মিছিল” সংগঠনের কমিটি গঠন

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
ধোবাউড়া “আলোর মিছিল” সংগঠনের কমিটি গঠন

 

ধোবাউড়া (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ধোবাউড়ায় “এসো মোরা শপথ করি, সুন্দর একটি সমাজ গড়ি” এই স্লোগানকে ধারণ করে ২০১০ সালের ১০-ই সেপ্টেম্বর এক ঝাক তরুণের হাত ধরে “আলোর মিছিল” সমাজ উন্নয়নমূলক সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনের কার্য পরিধি প্রসারের জন্য নতুন ইউনিট গঠনের ধারাবাহিকতার অংশ হিসেবে ইতোমধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে শাখা কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোঃ শামীম হাসান কে সভাপতি ও মোঃ শামীম উসমান কে সাধারণ সম্পাদক করে ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এরি মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে উপজেলার প্রতিটি ইউনিয়নে “আলোর মিছিল” সমাজ উন্নয়ন মূলক সংগঠনের শাখা কমিটির। উক্ত অনুষ্ঠানে আলোর মিছিল সংগঠনের বর্তমান সভাপতি মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান সোহাগ এবং উপদেষ্টামন্ডলী মোঃ জালাল উদ্দিন, মোঃ আবুল কালাম, মোঃ আনোয়ার হোসেন রাজীব, সিনিয়র সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ৩৫-তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোঃ সোহাগ মিয়া, কলসিন্দুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এ বি সিদ্দিক, ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, এবং সংগঠনের সকল ইউপি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্যবৃন্দ। এসময় সম্পুর্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উপস্থিত নবীন সদস্যবৃন্দের ভোটিংয়ের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শামীম হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শামীম ওসমান। উক্ত সভায় বক্তারা এই সংগঠনের কার্য পরিধি প্রসারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সকল কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।