জামালপুর বন্যার্তদের দুর্গতি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫২, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জামালপুর বন্যার্তদের দুর্গতি

প্রকাশিত জুলাই ২৬, ২০২০
জামালপুর বন্যার্তদের দুর্গতি

Manual7 Ad Code

জামালপুর সংবাদদাতা:
জামালপুরে বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে। বাড়ছে দুর্গতি। জেলার প্রায় সব কটি ইউনিয়ন সদরের সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় আশ্রয়হীন হয়ে পড়েছে মানুষের সাথে গবাদি পশুও। বানভাসিরা খাদ্য-পানীয় সংকটে চরম দৈন্যদশায় দিনাতিপাত করছেন। কোন কোন জায়গায় ত্রাণ বিতরণে অপ্রতুল। প্রায় কমিউনিটি ক্লিনিকেও পানি প্রবেশ করেছে।
এ সব এলাকার মানুষ খাদ্য সংকটের পাশাপাশি ওষুধ সংকটেও ভোগছেন। বন্যার পানিতে পড়ে এ যাবৎ ১৫ জন লোকের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের ১৬.৯৮ সে.মি. এবং যমুনার বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২০.৬০ সে.মি. পানি বৃদ্দি পেয়েছে।
জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস জানিয়েছে-বন্যা মোকাবেলায় এ যাবৎ জেলার ৮৮টি আশ্রয় কেন্দ্রে ১৫ সহ¯্রাধিক লোক আশ্রয় নিয়েছে। প্রায় ৬০টি মেডিকেল টিম কাজ করছেন। ৬ লক্ষাধিক টাকা গো-খাদ্য, ৩৪০৮.৫৭০ মে. টন, ২৪ লাখ নগদ টাকা এবং ৭হাজার মে.টন শুকনো খাবার বরাদ্দ প্রদান করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code