সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুই নৌকা জব্দ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩৯, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুই নৌকা জব্দ

STAFF USBD
প্রকাশিত জুলাই ২৬, ২০২০
সুন্দরবন থেকে হরিণের মাংসসহ দুই নৌকা জব্দ

 

মোংলা (বাগেরহাট) :
সুন্দরবনের চাড়াখালী এলাকা থেকে পাচারের সময় ৩০ কেজি হরিণে মাংস, দুইটি মাথা, আটটি পা, ৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র (দা) ও দুইটি নৌকা জব্দ করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির জানান, রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের চাড়াখালী এলাকায় তার নেতৃত্বে অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় বন প্রহরীরা দুইটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরা শিকারীরা লাফিয়ে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে চোরা শিকারীদের ফেলে যাওয়া দুইটি নৌকায় তল্লাশী চালিয়ে জবাইকৃত দুইটি হরিণের ৩০ কেজি মাংস, দুইটি মাথা, আটটি পাসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে অভিযানকারীরা।
বন কর্মকর্তা আজাদ কবির বলেন, জব্দকৃত মালামাল রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কেউকে আটক করতে না পারলেও এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ৪ জুলাই করমজল সংলগ্ন চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণে মাংস, একটি মাথা ও একটি নৌকা জব্দ করে করমজল’র বনপ্রহরীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।