করোনার ধাক্কা সামলাতে মার্কিন রিপাবলিকানদের ১ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৮, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

করোনার ধাক্কা সামলাতে মার্কিন রিপাবলিকানদের ১ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব

ADMIN, USA
প্রকাশিত জুলাই ২৮, ২০২০
করোনার ধাক্কা সামলাতে মার্কিন রিপাবলিকানদের ১ ট্রিলিয়ন ডলারের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত এক ট্রিলিয়ন বা এক হাজার কোটি ডলার ব্যয়ের প্রস্তাব দিয়েছে মার্কিন রিপাবলিকান দলের সদস্যরা। তবে ডেমোক্র্যাটরা বলছেন করোনার ধাক্কা সামলানোর জন্য এই অর্থ অপর্যাপ্ত।

 

জানা গেছে, রিপাবলিকান সদস্যরা চাইছেন এই হাজার কোটি ডলারের মধ্যে ১০০ বিলিয়ন দেয়া হবে স্কুলে। এছাড়া প্রত্যেক মার্কিন নাগরিককে ১২০০ ডলার করে দেয়ার পরিকল্পনাও আছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভাইরাস সামলাতে প্রায় আড়াই হাজার কোটি ডলার ব্যয় করেছে। ব্যবসা ও গৃহস্থালিতেও অর্থ দিয়েছে সরকার।

 

অর্থনীতিবিদরা বলছেন, আসছে বসন্ত পর্যন্ত আরো অর্থ ঢালতে হবে যুক্তরাষ্ট্র সরকারের।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।