পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ফের চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪২, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ফের চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

ADMIN, USA
প্রকাশিত জুলাই ৩০, ২০২০
পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ফের চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রচেষ্টায় ফের চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট না থাকা যাত্রীদের জন্য সিলেটে আইসোলেশনেরও ব্যবস্থা হচ্ছে। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

করোনা পরিস্থিতির আগে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের সরাসরি ফ্লাইট এসে নামতো সিলেটে। সিলেটের যাত্রীদের নামিয়ে দিয়ে বাকি যাত্রীদের নিয়ে ফ্লাইট যেতো ঢাকায়। কিন্তু করোনা সংকটে গত প্রায় তিনমাস বন্ধ থাকার পর পুণরায় ফ্লাইট চালু হলে বাতিল হয়ে যায় লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট। সিলেটের যাত্রীরা প্রথমে ঢাকায় নামিয়ে পরে পাঠানো হতে সিলেটে। সম্প্রতি বিমানের পক্ষ থেকে সিলেটের যাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন করে লাগেজ সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। করোনা পরিস্থিতি ও সিলেটে আইসোলেশন সেন্টার না থাকার অজুহাত দেখিয়ে বিমান এই সিদ্ধান্তের কথা জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।