ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। উত্তর প্রদেশের এই এলাকাটিকে হিন্দু ধর্মালম্বীরা দেবতা রামের জন্মভূমি হিসেবে মনে করেন। বড় ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তিন দশক আগে দেওয়া তাদের একটি প্রতিশ্রুতি পূরণ করল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে। রাম মন্দির নির্মাণ আন্দোলনের শুরুর দিকে নেতৃত্ব দেওয়া বিজেপি নেতা এলকে আডবানি ও মুরলি মনোহর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্বশরীরে হাজির হননি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে তারা সরাসরি প্রচারিত অনুষ্ঠানটি টেলিভিশনে দেখেছেন। করোনায় আক্রান্ত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টিভিতে অনুষ্ঠান দেখেছেন হাসপাতালের বিছানা থেকে। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে পুজোতে পৌরোহিত্য করেন নরেন্দ্র মোদি। এরপর রূপোর তৈরি প্রথম ইঁটটি গাঁথেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া হলো রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার একটি প্রয়াস। নরকে নারায়ণের সঙ্গে, জনগণকে আস্থার সঙ্গে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।