গোবিন্দ ধর: স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১৫, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

গোবিন্দ ধর: স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা

ADMIN, USA
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
গোবিন্দ ধর: স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা

কথাবিশ্ব, ভারতের ত্রিপুরার কবি গোবিন্দ ধরের সঙ্গে আমার প্রথম দেখা হয় ২০১৭ সালের ১০ই এপ্রিল। আমার ডাইরি থেকে তারিখটি পাই। সেদিন গোবিন্দ ধর শ্যামলীর বাসায় এসেছিল। সঙ্গে ছিল ত্রিপুরার আরো একজন কবি অভীককুমার দে আর চট্টগ্রামের আবৃত্তি শিল্পী প্রবীর পাল। ঘরোয়া পরিবেশে জমে উঠেছিলো আড্ডা।সঙ্গত কারণেই আড্ডার জোয়ার ছিলো মাতৃভাষার টানে। দেশ ভিন্ন হলেও ভাষা এক। একই ভাষার শিল্প সাহিত্যের টানে জমে উঠেছিল প্রাণের উচ্ছাস।

স্রোত প্রকাশনা: কবি গোবিন্দ ধরের সাহিত্যপত্র ও প্রকাশনা সংস্থার নাম ‘স্রোত’। এই সংগঠনের পক্ষে ওরা একটি সাহিত্য সম্মেলনের আয়োজন করবে। আমাকে নিমন্ত্রণ করার জন্য ওরা এসছে। সবসময় ফোনে বা ইমেলে নিমন্ত্রণ পাই। গোবিন্দ ধর নিজে আমার বাড়িতে এসেছে। খুবই ভালো লাগলো। সাহিত্য সম্মেলন আমার লেখক সত্ত্বার টান। অস্থিত্বের অংশ বলে মনে করি। সঙ্গে সঙ্গে যাবো বলে কথা দিলাম। ওরা আমাকে প্রণাম করলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।