হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৫, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ADMIN, USA
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসাবে গড়ে তুলা। সেই লক্ষে যখন তিনি দেশবে সঠিক পথে এগিয়ে নিচ্ছিলেন তখন খুনিরা তাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। পরে তারা ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছিল। কিন্তু খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি।বরং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে নতুনভাবে জানতে শিখেছে।
আমাদেরকে জাতির পিতার নীতি ও আদর্শ মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর না হলে খুনি মোশতাকের প্রেতাত্মারা আবারও দেশের বড় ক্ষতি করে ফেলবে।
গতকাল শনিবার সকালে হবিগঞ্জ পৌর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আরব আলী, শেখ সামছুল হক, এডভোকেট আবুল ফজল, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, মর্তুজ আলী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, হবিগঞ্জ পৌর আওযামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো,সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রহমান, ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নওশের আলী প্রমুখ।
আলোচনার শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। দোয়া মাহফিল শেষে একটি শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শনিবার সকাল ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।