পোরশা (নওগাঁ) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নওগাঁর পোরশায় উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি ওবাইদুল্লাহ শেখ, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বে নেতৃবৃন্দ উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্্ের স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।