মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালীতে কোভিড-১৯ এর সংক্রমণে নারী ও কন্যার ওপর প্রভাব, সহিংসতা ও করনীয় বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপ-পরিষদ এবং বন ও পরিবেশ উপ-পরিষদের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় আখচাষী মহিলা কলেজের মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, মধুখালী সাংগঠনিক জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক ও মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, সহসভাপতি খুকু , জেসমিন ইসলাম উল্কা প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।