ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলাদলের কমিটিকে খান জামালের অভিনন্দন
৩১ আগ ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ণ

সিলেট :: ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলাদলের নবগঠিত কমিটিতে ফেরদৌসি ইকবাল সভাপতি, এডভোকেট তাহরিমা রেজা চৌধুরী রিমা সাধারণ সম্পাদক ও ডা. সুমি বেগম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।
অভিনন্দন বার্তায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলাদলের নব দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ইতিবাচক ভুমিকা রেখে গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শামিল হওয়ার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাবেন।