গোপালগঞ্জ প্রতিনিধি:
সড়ক দূর্ঘটনায় নিহত নারী পর্বতারোহী রেশমা নাহার রতœার স্মরণে গোপালগঞ্জে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সোয়ান গ্রুপের উদ্যোগে এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।
আজ শুক্রবার সকাল ৬টায় স্থানীয় পৌর পার্কে এ ম্যারাথনের উদ্বোধন করেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান। পৌর পার্ক থেকে শুরু হয়ে ধর্মখেয়া ব্রীজ হয়ে মুজিব বাজার ও মন্দারতলা হয়ে ওই একই স্থানে এসে শেষ হয়।
এ হাফ ম্যারাথনের অংশ নেয়া ১৫ জন অ্যাথলেট ১৬ কিলোমিটার পথ অতিক্রম করেন। এর আগে সড়ক দূর্ঘটনায় নিহত নারী পর্বতারোহী রেশমা নাহার রতœার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন নারী পর্বতারোহী রেশমা নাহার রতœা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।