একদিনে বিশ্বে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৮:১৬, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

একদিনে বিশ্বে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

ADMIN, USA
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০
একদিনে বিশ্বে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

মহামারি করোনাভাইরাসে একদিনে বিশ্বে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন। যা বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পরার পর সর্বোচ্চ। খবর আল জাজিরার।

এর আগে ৬ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন আক্রান্ত হয়েছিল।

আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষে আছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। ভারতে রোববার আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩০০ জন। ইউরোপেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বিশ্বব্যাপী এ পর্যন্ত ২ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৯৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ২৮ হাজার ২০৮ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।