মোংলা (বাগেরহাট) :
দ্রুততম সময়ে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক) ও মোংলা নাগরিক সমাজ। সুজন ও নাগরিক সমাজের যৌথ আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের চৌধুরীর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন’র মোংলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম শেখ, প্রেসক্লাব সভাপতি মো: হাসান গাজী, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী ও নাগরিক সমাজের নেতা মো: নাজমুল হক। এ সময় বত্তারা বলেন, নানা জটিলতায় দীর্ঘ ১০ বছর ধরে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন হচ্ছেনা। সকল জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব’র বিকাশ, সুশাসন নিশ্চিত ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ জানুয়ারী মোংলা পোর্ট পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সীমানা জটিলতার মামলার কারণে বিগত দশ বছর অতিবাহিত হওয়ায় সময় মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।