মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৯, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ

ADMIN, USA
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০
মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ

মেহেরপুর প্রতিনিধি ঃ
মেহেরপুরের গাংনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে হুইল চেয়ার, ওয়াকার, ক্রাচ, শ্রবণযন্ত্র সহ অন্যান্য উপকরণ।
আজ রবিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিস উপকরণ বিতরণের আয়োজন করে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মো,আলাউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সম্মানীত সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ্
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহাম্মদ আহসান মাসুম, শাহাবউদ্দীন, পারভেজ সাজ্জাদ রাজা, গোলাম ফারুক, দানেছুর রহমান,খোরশেদ আলম প্রমুখ।
অফিস সূত্রে জানা গেছে, ২০১০-২০ অর্থবছরের ৭ টি বিদ্যালয়ের ৪জনকে হুইল চেয়ার, ২ টি ওয়াকার, ১ টি ক্রাচ ও ১ টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছ্।েএকইসাখে প্রতিবন্ধী শিক্ষার্থীদেও পোশাক তৈরী বাবদ এমপি মহোদয়ের ব্যক্তিগতভাবে তহবিল থেকে ১ হাজার টাকা কওে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও উপকার ভোগী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।